Sellora

Click to call:

+8801884167824

0

Terms Of Use

যেহেতু আপনি আমাদের থেকে ইকমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর সার্ভিস গুলো নিচ্ছেন সেহেতু আপনি নিন্মে উল্লেখিত শর্ত গুলো মেনে নিচ্ছেন। WebHub এর ইকমার্স সার্ভিস এর নাম হলো StoreXpert

  • সার্ভিস টি নিতে আপনার বয়স কমপক্ষে ১৮ হতে হবে।
  • আপনার নজিস্ব ব্যাবসা থাকতে হবে অথবা অনলাইনে ব্যাবসা করার জন্য প্রয়োজ্জনীয় প্লান থাকুতে হবে।
  • অফারকৃত ওয়েবসাইট এ আপনি কোন ধরনের কাস্টমাইজেশন পাবেন না। কাস্তমাইজেশন করতে হলে আপনাকে অবশ্যই কাস্টমাইজেশনের ধরনের উপর ভিত্তি করে পেমেন্ট করতে হবে।
  • অফারকৃত বেসিক প্যাকেজ এ আমরা কোন ধরণের আপডেট দিলে সেটার জন্য কোন ধরণের পেমেন্ট করতে হবে না।
  • অফারকৃত প্যাকেজ এর পেমেন্ট সর্বোচ্চ দুইবারে পে করা যাবে।
  • আপনি আপনার পাসওয়ার্ড নিরাপদ রাখার জন্য দায়ী। WebHub আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডের নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থতার কারণে কোনো যেকোন ধরণের ক্ষয়ক্ষতির দায়ভার নিবে না।
  • আপনার অনলাইন স্টোর পরিচালনার জন্য একমাত্র আপনি দায়ী।
  • কোন ধরণের অবৈধ প্রোডাক্ট বা আইন বিরুদ্ধ কাজের জন্য আপনি নিজেই দায়ী থাকিবেন, WebHub কোনভাবেই এই দায়ভার বহন করিবে না।
  • WebHub & StoreX কোন মার্কেটপ্লেস না, আপনার স্টোরের মাধ্যমে বিক্রয়ের যেকোনো চুক্তি সরাসরি আপনার এবং ক্রেতার মধ্যে।
  • আপনার স্টোর এর সকল কার্যকলাপ এবং কন্টেন্ট যেমন - ফটো, ছবি, ভিডিও, গ্রাফিক্স, লিখিত বিষয়বস্তু, অডিও ফাইল, কোড, তথ্য, বা ডেটা আপলোড করা, সংগ্রহ করা, জেনারেট করা, সঞ্চিত, প্রদর্শিত, বিতরণ, প্রেরণ বা প্রদর্শন করার জন্য সমস্ত দায়ভার আপনার।
  • উন্নত সার্ভিস প্রদানের লক্ষ্যে যেকোন ধরনের শর্ত পরিব্রতন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করার ক্ষমতা WebHub & StoreX কর্তপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করে।
Menu
deals
home
call
cart0